হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মামুন মিয়া (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি পাশ্ববর্তী গফরগাওঁ উপজেলার বহুতুলা গ্রামের আব্দুল ওয়াহ মিয়ার ছেলে।
গত কাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সাহেবের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।
তিনি বলেন, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি বলেন; বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান চলমান থাকবে।