1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

ইটনায় মতবিনিময় সভায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

  • প্রকাশ কাল শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়েছে

মোঃ রাকিব ঠাকুর, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহিত প্রধান অতিথি এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি। ২১শে ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে মতবিনিয়ম সভায় তিনি এ কথাগুলো বলেন। আরও বলেন যা করা সম্ভব নয়, সে সব প্রতিশ্রুতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেখানে রাস্তার প্রয়োজন সেখানে রাস্তা হবে। নৌ চলাচলও থাকবে। আমরা মন্দ কাজ করলে নিন্দা করবেন। আমাদের ন্যায্য সমালোচনা করবেন। মানুষের সঙ্গে কথা বলে মানুষের প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। ইটনা থেকে কিশোরগঞ্জ ও সিলেটের সঙ্গে যোগাযোগের জন্য অগ্রাধিকার দিয়ে মানুষ যেটা চায় সে সব প্রকল্প নেওয়া হবে। মানুষ খুশি হলেই আমরা খুশি। কোন কিছু মানুষের বুদ্ধির অতিরিক্ত নয়। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অল-অয়েদার সড়ক সম্পর্কে তিনি বলেন, যেকোন উন্নয়ন মূলক কাজের একটি নেতিবাচক দিকও রয়েছে। যা হয়েছে তা ঠিক রেখে এর নেতিবাচক দিক গুলো খুজে বের করে সমস্যার সমাধান করতে হবে। এজন্য উত্তরের নদী গুলোর নাব্যতা ফিরানোর, প্রয়োজনীয় নদী খনন করার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা জামাতের আমীর হাফেজ আবুল হুসাইন, ইটনা উপজেলা বি,এন,পি সভাপতি এস,এম কামাল হোসেন, এছাড়া ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অল-অয়েদার সড়ক সম্পর্কে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে ভুল তথ্য তুলে ধরছে বলে উল্লেখ করে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, মৎস্য প্রতিনিধি তারিকুল ইসলাম জুয়েল, জয়সিদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন, সুশীল সমাজ প্রতিনিধি পলাশ রহমান, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দলোনের প্রতিনিধি আফজাল হোসেন শান্ত, রিয়াদ প্রমূখ। এছাড়া এলাকার জ্বালানি কৃষি, মৎস্য ও সমসামিয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তাগণ তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এর সঞ্চালনায় তখন উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, সড়ক মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST