শিবলী সাদিক খানঃ
অত্যান্ত মেধাবী ও চৌকস অফিসার হিসাবে এসআই মো: আনোয়ার হোসেন এর গ্রহণযোগ্যতা রয়েছে ময়মনসিংহ সদর উপজেলায়। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলা তদন্তের কাজগুলো তিনি সফলতার সাথে রহস্য উদঘাটন করছেন। এই সফলতার স্বীকৃতি হিসেবে এসআই আনোয়ার হোসেন জেলায় শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার পেয়েছেন।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আজিজুল ইসলাম কোতোয়ালী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন এর হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন।
সূত্রে জানা যায়, এসআই আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এবং তিনি অনেকবার শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান তিনিও শ্রেষ্ঠ পুরুষ্কার পেয়েছেন। তাঁরই নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেন। সেই অভিযানে আলোচিত ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার শিব মন্দির থেকে শিবলিঙ্গ চুরির মূলহোতা প্রশান্ত কর্মকারকে গ্রেফতারসহ শিবলিঙ্গ উদ্ধার করেন। অপর একটি ছিনতাই ঘটনায় রহস্য উদঘাটন করে মালামাল উদ্ধার করেছেন এ সকল সফলতায় এসআই আনোয়ার হোসেন মাসিক কল্যাণ সভায় নভেম্বর-২০২৪ মাসের জেলায় শ্রেষ্ঠ এসআই হিসাবে ভূষিত হন।
জেলা পুলিশ লাইন্সে শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।