অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । পাশাপাশি ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা ,৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।
সূত্র জানায় -দেশের অন্যতম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। তাছাড়া সিআরএস কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ শীত বস্ত্র, স্যানিটেশান ইত্যাদি সেবা প্রদান করে আসছে ।
এ সময় উপস্থিত ছিলেন আশা রিজিওনাল ম্যানেজার প্রণব দত্ত, ব্রাঞ্চ ম্যানেজার জিয়াউল হক, হেলথ ইনচার্জ ডাঃ আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।