নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে ভাবলা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৬ ডিসেম্বর) শুক্রবার বিকালে উপজেলার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান স্পোটিং ক্লাব ঢাকা এর সহ-সভাপতি ও বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ ইলিয়াস আলী ভূঁইয়া, নরসিংদী শহর যুবদলের সভাপতি মোঃ সুমন চৌধুরী, নরসিংদী জেলা যুবদলের সহ-সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ,পাটুলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান সরকার, বাজনাব ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন শাকের’সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় বাগিবাড়ি ফুটবল একাদশ নামাগোতাশিয়া ফুটবল একাদশকে চার দুই গোলে পরাজিত করে।