কোলকাতা প্রতিনিধি-আসাদ আলীঃ রানাঘাটের কোট মোড়ে স্বাস্থ্যোন্নতি ময়দানে গত ৮-১১-২০২৪ থেকে চলছে বইমেলা । আগামী ১৮-১১-২০২৪ তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনের দিন বইমেলা প্রাঙ্গণে সদস্য- সদস্যা ও বইপ্রেমী অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা ঘটে। উদ্বোধনী সংগীত ও প্রথম পর্যায়ে পরিবেশনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকশিল্পী শ্রী সত্য রঞ্জন বাউল ও বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি মৌসুমী রায়।
দ্বিতীয় পর্যায়ে উদীয়মান শিল্পী কথাকলি শীল এবং রানাঘাটের নবীন প্রতিভাবান শিল্পী অরিস মন্ডল, বইমেলার সভাপতি তুষার কান্তি মুখোপাধ্যায়ের স্বাগত ভাষণের পর সম্মানীয় অতিথিদের সংক্ষিপ্ত ভাষণ, শুভেচ্ছা বার্তা, বই প্রকাশ, সঙ্গীত পরিবেশন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীমতি সুস্মিতা মিত্র ও সার্বিক পরিচালনায় সভাপতি তুষার কান্তি মুখোপাধ্যায় ও সম্পাদক সুব্রত সেন মহাশয় । সহযোগিতায়- মিহির মিত্র, সমরেন্দ্র চৌধুরী, সুপ্রিয়া ঘোষ প্রমুখ।
বইমেলার মুক্তমঞ্চে প্রতিদিনই ছড়া, কবিতা, গান ও আবৃত্তি সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আগত দর্শক শ্রোতা উপভোগ করেন। বইমেলা প্রাঙ্গনে মফস্বল সাহিত্য একাডেমি সহ বহু পত্রপত্রিকা স্টল দিয়েছেন। ছিল বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দাবার ও মনোহারী জিনিসপত্রের স্টল।
প্রতিদিনের মতো গত ১৪ই নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে মুক্তমঞ্চে কবিতা পাঠে অংশ নেন। ৬০জন কবি । তার মধ্যে ভাঙ্গড় থেকে আগত শিক্ষক- কবি- প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম সাহেব কবি শিরোমনি উপাধিতে আখ্যায়িত হয়ে সুদৃশ্য মেমেন্টো, মেডেল ও সার্টিফিকেট পান। আরো বিশিষ্ট কবিগনের মধ্যে কবিতা পাঠে অংশ নেন কবি ও ক্ষেত্র গবেষক অচ্যুত প্রামাণিক, কবি আনোয়ার হোসেন, কবি- সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, কবি স্বপন চক্রবর্তী, কবি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় প্রমূখ।সুন্দর আবৃত্তি করে শিশু শিল্পী সুপর্না মণ্ডল ও আঁখি মন্ডল । সবার হৃদয় জয় করে নেয় শিশু শিল্পী রুপকথা । সমস্ত শিল্পীকেই মেডেল ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। সঞ্চালনায় ছিলেন সমরেন্দ্র চৌধুরী ও সুপ্রিয়া ঘোষ।