1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

লিবিয়ার কেন্দ্রীয় সেন্ট্রালব্যাংক বন্ধ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া

লিবিয়া কেন্দ্রীয় ব্যাংক ‘সেন্ট্রাল ব্যাংক অব লিবিয়ার’ তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মুসাব মসাল্লেমকে অপহরণ করা হয়। এরই প্রতিবাদে ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার সকালে মসাল্লেমকে অপহরণ করা হয়। কিন্তু কারা অপহরণ করেছে, তা স্পষ্ট নয়। তবে যে গোষ্ঠী এ কাজ করেছে, তারা ব্যাংকের অন্য কর্মীদেরও অপহরণের হুমকি দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত মসাল্লেম মুক্তি পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি জারি রাখবেন। এছাড়ার নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি করেছেন ব্যাংক কর্মীরা।
এদিকে মসাল্লেমের অপহরণ নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লিবিয়া সরকারও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগে গত সপ্তাহে একদল বন্দুকধারী কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ঢুকে পড়েছিল। তাদের দাবি ছিল, গভর্নর সেদ্দিক আল-কবিরকে পদত্যাগ করতে হবে।
এই ঘটনার নিন্দা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছিলেন, ‘গভর্নর পদত্যাগ করলে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিবিয়ার অর্থনীতির যোগাযোগ ছিন্ন করে দেবে।’
প্রসঙ্গত, লিবিয়ায় এখন কার্যত দুটি সরকার চলছে। একদিকে রাজধানী ত্রিপোলিতে শাসন করছে জাতিসংঘের সাহায্যপুষ্ট সরকার। অন্যদিকে দেশের সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে পূর্ব লিবিয়ার শাসন চালাচ্ছে বেনগাজিভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী।
সাম্প্রতিক ঘটনায় বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় ব্যাংকটি লিবিয়ার তেলের রাজস্ব জমার জন্য একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক, যা দেশটির অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য অতি গুরুত্বপূর্ণ। দুই প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বছরের পর বছর ধরে এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST