প্রেস বিজ্ঞপ্তি: ২৬ ও ২৭ এপ্রিল ২০২৪ তারিখে দুই দিন ব্যাপী ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম এর উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (শহীদ সোলাইমান হল)মিলনায়তনে। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজজামান চৌধুরী। কবি গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী কবি শাহ মো.সফিনূর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন.
.শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড.শরদিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গবেষক কন্ঠ শিল্পী প্রাকৃতজ শামিম রুমি টিটন, প্রফেসর কর্নেল (অব:) বীর বিক্রম কবি আ.খ.ম সিরাজুল ইসলাম, কলকাতার কবি সাংবাদিক ড.দ্যুতি দত্ত গুপ্ত, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাব্যকলা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, গণমানুষের কবি অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক মিয়া সুমন, কবি আব্দুল মালেক ভূঁইয়া, কবি নাসরীন রীনা প্রমুখ। সমাপনী দিবসে দেশ বিদেশের ৪০ জন গুনী লেখক,কবি,সংগঠককে সাহিত্য পদক ২০২৪ প্রদান করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে যুদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রবকতা, গণমানুষের কবি অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান কে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য পদক-২০২৪ প্রদান করা হয়। মিশিগান আমেরিকা ভিত্তিক সংগঠনের এ সম্মানজনক পদক প্রদানের মাধ্যমে গণ মানুষের কবি অধ্যাপক মো.ওয়াহিদুজ্জামান এর কাব্যকলা বিষয়ক বিপুল কর্মকান্ডকে আরো একটা বড় ধরনের স্বীকৃতি প্রদান বলে অভি: মহলের ধারনা।