1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

অন্যরকম ঈদ আয়োজনে কালেখাঁর ভান্ডা ফাউন্ডেশন

  • প্রকাশ কাল বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৮ বার পড়েছে

রাজ্জাকুন্নাহার সুমী

চারিদিকে যখন যুব সমাজের বিভিন্ন অবক্ষয় চিত্র , ঠিক সেই প্রেক্ষাপটে জন্ম নিয়েছে তারণ্য ও যুব শক্তির এক উজ্জ্বল উদাহরণ “কালেখাঁর ভান্ডা ফাউন্ডেশন। “
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের একটি গ্রাম কালেখাঁর ভান্ডা। এ গ্রামের যুব সমাজকে আলোকিত করতে গড়ে উঠেছে সংঘটি।
ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে গ্রামে ফিরেছে অনেকে। ঈদের আনন্দকে আরো বাড়াতে কালেখাঁর ভান্ডা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় একটি “বিশেষ ফুটবল ম্যাচ -২০২৪”
এ খেলায় মেতে উঠে গ্রামের তরুণ ও যুব সমাজসহ গ্রামবাসী। খেলাটি শুরু হয় ঈদের পরদিন মঙ্গলবার রাত ৯ টায়, খেলায় ছিল টানটান উত্তেজনা। খেলায় ছিল হাড্ডাহাড্ডি লড়াই, খেলায় দুটি দল ছিল ‘আলোকিত ভান্ডা ‘ও ‘দুরন্ত ভান্ডা’। দু ‘দলের দল প্রধান ছিল রিফাতুল ইসলাম ও রকিব হাসান। টান টান উত্তেজনায় খেলা চলে প্রায় রাত ২ টা পর্যন্ত। খেলায় ১-০ গোলে জয় লাভ করে আলোকিত ভান্ডা দলটি। খেলা শেষে ট্রফি ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এ রকম আয়োজনে খুশি যুবসমাজ ও স্থানীয়জন।
সংঘটির সম্মানিত সভাপতি রকিব হাসানের এমন আয়োজনে খুশি গ্রামবাসী। এছাড়া এ সংঘটি সামাজিক ও মানবিক বিভিন্ন কাজে অবদান রাখছে বলে জানায় স্থানীয়রা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST