1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাজিতপুর বিএনপি’র উদ্যোগে ইসরাইল বাহিনীর বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে হিসাব সহকারী কম্পিউটার অপারেটরও ইউপি কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালতের প্রশিক্ষণ আমি যদি পাখি হতাম প্রিটোনিয়া প্রকাশনার উদ্যোগে ‘রকের আড্ডা’র রজত জয়ন্তী পালন ময়মনসিংহে নিউজ ষ্টুডিও উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মুমিনুন্নিসা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা নরসুন্দা নদী খননের নামে খাল বানানো হচ্ছে বাবাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে তরণীর মৃত্যু তাড়াইলে সবুজ পল্লব ফাউন্ডেশনের কমিটি গঠন নান্দাইলে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ-বর্ষবরণ-১৪৩২ উদযাপন
শিরোনাম
বাজিতপুর বিএনপি’র উদ্যোগে ইসরাইল বাহিনীর বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে হিসাব সহকারী কম্পিউটার অপারেটরও ইউপি কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালতের প্রশিক্ষণ আমি যদি পাখি হতাম প্রিটোনিয়া প্রকাশনার উদ্যোগে ‘রকের আড্ডা’র রজত জয়ন্তী পালন ময়মনসিংহে নিউজ ষ্টুডিও উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মুমিনুন্নিসা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা নরসুন্দা নদী খননের নামে খাল বানানো হচ্ছে বাবাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে তরণীর মৃত্যু তাড়াইলে সবুজ পল্লব ফাউন্ডেশনের কমিটি গঠন নান্দাইলে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ-বর্ষবরণ-১৪৩২ উদযাপন

কিশোরগঞ্জের ৩ উপজেলায়নির্বাচিত হলেন যারা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫২ বার পড়েছে


নিজস্ব প্রতিবেদক ঃ

গতকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের ৩ উপজেলায় কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আউলাদ হোসেন মোটরসাইকেল প্রতীকে ৪৪,৯৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মামুন আল মাসুদ খান কাপ পিরিস প্রতীকে ৪২,১৫৪ পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিফাত উদ্দিন আহমেদ বচ্চন উড়োজাহাজ প্রতীকে ২৫,৫৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোখলেছুর রহমান মিতুল চশমা প্রতীকে ২১,১৯৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা আক্তার হাঁস প্রতীকে ৫৪,০৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তাছলিমা সুইটি ফুটবল প্রতীকে ৩২,৫৭৪ পেয়েছেন।
সদরের ভোটার সংখ্যা ৩,৫৫,৮১৮। পুরুষ ভোটার ১৭৯৬৩২ ও মহিলা ভোটার ১,৭৬,১৮৩ ও হিজড়া ভোটার ৩ জন।
অপরদিকে হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল আনারস প্রতীকে ২৩,৯৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এম,এ, হালিম হেলিকপ্টর প্রতীকে ১৭,২০৪ পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আল আমিন টিউবওয়ের প্রতীকে ৩৭,৫৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শফি উদ্দিন সরকার বাচ্চু চশমা প্রতীকে ২০৯১২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিয়া পারভীন জেনি কলস প্রতীকে ৪৯,৫২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিনা আক্তার হাস প্রতীকে ১৩৯৪০ পেয়েছেন। হোসেনপুর উপজেলায় ভোট সংখ্যা ১,৬৬১৬৭। পূরুষ ভোটার ৮৫৫৫৬, এবং মহিলা ভোটার ৮০৬১১ জন ।
অন্যদিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমদাদুল হক ঝুটন আনারস প্রতীকে ২৮,৭৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল প্রতীকে ২৭,৭৯১ পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একেএম ফজলুল হক তালা প্রতীকে ২৬,০২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান সোহাগ উড়োজাহাজ প্রতীকে ২৩,১৮৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার বেগম কলস প্রতীকে ৪৮,৯৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. ললিতা বেগম ফুটবল প্রতীকে ১৭,১৮৩ পেয়েছেন। পাকুন্দিয়া উপজেলার ভোটার সংখ্যা ২,২৪,৬৬৯্ পুরুষ ভোটার ১,১২৬৬৬৫, মহিলা ভোটার ১,১২,০০৪ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রথম ধাপের নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। যে সব কেন্দ্রে ঝামেলা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। তারা দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর ছিলেন। পেশাদারিত্বের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন। সে কারণে পরিস্থিতি যথেষ্ট ভাল ছিল। শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। “ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে। তবে ধান কাটার মৌসুম বিধায় ভোট পড়ার হার কম হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেনি তাই ভোটের হার কম হয়েছে।
তিন উপজেলায় মোট ভোটার ৭ লক্ষ ৪৬ হাজার ৬৫৪ জন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST