মকবুল হোসেন
ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় একটি জাল ডলার প্রতারক চক্র ডলারের লোভ দেখিয়ে সাধারণ লোকজনদের জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের সংবাদ পাওয়ায় পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশ জনাব মোঃ ফারুক হোসেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্ব এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেলসহ একটি চৌকস টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে। এ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া মোড়ে সাকিনস্থ জনৈক জামাল এর মালিকানাধীন খাবারের হোটেলের ভিতর হইতে ইং ২৭/০৪/২০২৪ তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় ৮৫(পঁচাশি) টি কথিত জাল ডলার যাহার প্রতিটি ডলারের গায়ে THE UNITED STATES OF AMERICA এবং নীচে ONE HUNDRED DOLLARS লেখা জাল ডলার কারবারী চক্রের সদস্য ১। মোঃ ইদ্রিস আলী (৫০), পিতা মৃতঃ মীর হোসেন, মাতা-মৃতঃ খোদেজা খাতুন, সাং-কেশবপুর, ২। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা-মৃতঃ আঃ সোবহান, মাতা-মোছাঃ মমিনা খাতুন, সাং-নায়রাণপুর, উভয় থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ জাল ডলার কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ইদ্রিস আলী (৫০) এর বিরুদ্ধে ০১টি মামলাও আছে।
উদ্ধারকৃত ৮৫ টি জাল ডলার উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।