আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, মজিবুর রহমান পান্না পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের পর পরিবারে কলহ বাঁধে। এ ঘটনায় প্রথম স্ত্রীর ছেলে রাব্বি কথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা কলম দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এতে সে মাটিতে পড়ে যায় পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে কর্তব্যরত ডাক্তার পাঠানো মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঘটনার পর ছেলে রাব্বিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে । নিহত মজিবুর রহমান পান্না ওই এলাকার মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।