1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

মসজিদের ওযুখানায় কান্না করছিলো ফুটফুটে নবজাতক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার পড়েছে


মো: সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের ওযুখানা থেকে এ নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন রাত ১ টার দিকে মসজিদের ওযুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়৷ পরে সেখানে কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখে এক নবজাতক পড়ে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, রাত প্রায় ১ টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে,প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST