1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

  • প্রকাশ কাল রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে ১৩ বছরের ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মামা মো.হৃদয় মিয়া ( ৩২) তাড়াইল থানার রাউতি গাবতলী এলাকার মৃত রুকন মিয়ার ছেলে।

গত শনিবার (৩০মার্চ) রাত ৮টায় কিশোরগঞ্জ পৌর এলাকার কানিকাটায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ মো.হৃদয় মিয়াকে আটক করে। স্থানীয় সিন্ডিকেট ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যার্থ হলে। কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী কানিকাটা এলাকার কলোনীর ভাড়াটিয়া। তার বাবা জামাল মিয়া অটো-রিকসার চালক। মেয়েটির মা মানুষের বাসায় কাজ করে। হৃদয় মিয়া সন্পর্কে ধর্ষিতার আপন মামা বলে এলাকাবাসী জানায়।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগীর বাবা অটোরিকসা নিয়ে বাহির হলে খালি বাসায় ডুকে ভুক্তভোগীর সাথে জবরদস্তি করে।

এসময় ভুক্তভোগীর চিৎকারে এলাকা বাসী হৃদয়কে আটক করে । পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী কানিকাটা আসলামের কলোনীতে ভাড়া থাকেন। তারা সম্পর্কে মামা ভাগ্নী। অভিযুক্ত থানা হাজতে আছেন। মামলা প্রক্রিয়াধীনে আছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST