মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে আতাউর রহমান চুন্নু (৩৫) নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছে। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশা চৌরাবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে । মৃত চুন্নু মিয়া দুটি ছেলে সন্তানের পিতা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী ,রিয়াদ,শহরে একটি কম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন । মঙ্গলবার রাতে কাজে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ বুমি করে সে, তাৎক্ষণিক রুমের সহপাঠীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ বছর ৯ মাস আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলো চুন্নু। আতাউর রহমান চুন্নুর এমন মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।