মোঃ মিজানুর রহমান রিপনঃ
এডাব কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষে ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন করা হয়েছে। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাথী সংস্থার প্রধান নির্বাহী মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, এডাব কার্যকরি সদস্য ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, মাসিক কালের নতুন সংবাদের সম্পাদক ও উইডু’র সমন্বয়কারী খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, কিশোর পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান প্রমুখ। এছাড়াও সাপ্তাহিক শুরূক’র নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড এম মুজাহিদ, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া, মাসিক কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।