ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচি পালন করা হয়।
১ নভেম্বর সকাল দশ ঘটিকার সময় এক বর্ণাট্য র্যালীর মধ্য দিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃদেলোয়ার হোসেন এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা প্রধান অতিথির বক্তব্যে বলেন,যুব সমাজ দেশের অনেক বড় সম্পদ। এই যুব সম্পদকে সঠিক ভাবে কাজে পারলে তবেই দেশের উন্নয়ন সম্ভব।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তার বক্তব্যে বলেন, দক্ষ যুব শক্তি যেমন দেশের সম্পদ তেমনি অদক্ষ যুব শক্তি দেশের বোঝা। তাই যুব সমাজকে দক্ষ করার লক্ষ্যে যুব উন্নয়ন বিভাগ নানা ধরনের প্রশিক্ষন দিয়ে যাচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নুরে আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা, নারী উদ্দ্যোক্তা ফারজানা আক্তার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও করমচারি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত উদ্দ্যোক্তা ও আত্মকর্মী বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান, যুব ঋনের চেক বিতরন এবং ৭ দিন ব্যাপী প্রশিক্ষন উদ্ভোদন করা হয়।