হোসেনপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি রাস্তা বাদ দিয়ে মালিকানা জমি দিয়ে রাস্তা করার অভিযোগ উঠেছে।
প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন সামাদ গংরা।
লিখিত অভিযোগে জানাযায়,
হোসনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী এলাকায় ১ নং ওয়ার্ডের সামাদ,ফজলু মিয়াদের পৈতৃক ভিটার ও খরিদকৃত জমির উপর দিয়ে জোর পৃর্বক সরকারি রাস্তা করার অভিযোগ উঠেছে।
অতচ সরকারি রেকর্ডের রাস্তা রয়েছে তার পাশ দিয়েই সরকারি রেকর্ডের রাস্তা রেখে মালিকানা জমির উপর দিয়ে জোর করে রাস্তা করলে লাভবান হবে স্থানীয় একটি সিন্ডিকেট ।
অভিযোগকারীদের দাবি স্থানীয় প্রভাবশালী মহল সরকারি রেকর্ডের রাস্তায় বাড়ি করে রেখেছে তা না সরিয়ে আমাদের জমির উপর দিয়ে রাস্তা হচ্ছে।
সরকারী রাস্তা গেলেও জমির কোন মৃল্য দেবে না।
অভিযোগের বিষয় আড়াইবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান খুর্শিদ বলেন, সরকারি সার্বেয়ার দিয়ে জমি মেপে রাস্তা করছি। অভিযোগকারীর জমি দিয়ে রাস্তার জমি নেই।
সার্বেয়ার মাইনুলকে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
জমির মালিক সরকারি উর্দতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করেন।