মোয়াজ্জেম হোসেন স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিভিন্ন স্থানে আজ ফিলিস্তিন মুসলমানদের হত্যার পতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তার অংশ হিসেবে গাজীপুর টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন হযরত আবু হানিফা (র.)মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইকবাল।উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সৌদিয়া মসজিদের ইমাম হযরত আবু সুফিয়ান সহ আরো বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম এছাড়া এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চান যে সকল তৌহিদী জনতা যদি প্রধানমন্ত্রী অনুমতি দেন তাহলে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত আছেন এবং শহীদ হতে চান। একহাতে বাংলাদেশের পতাকা এবং অপর হাতে কালিমার পতাকা নিয়ে যুদ্ধ করতে চান। বক্তব্যে বলেন আল কুরআনে কাবাঘরের পরেই আকসার নাম এসেছে সুতরাং মসজিদে আকসা রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছে।