সরকার অরুণ যদুঃ রাজারহাট ( কুড়িগ্রাম):
আজ মঙ্গলবার HEKS / EPER Bangladesh এর অর্থায়নে ইকুউটেবল এ্যাক্সেস এন্ড রেজিলিয়েন্ট লাইফ ফর দ্যা মার্জিনালাইজড
কমিউ নিটিস্ ইন বাংলাদেশ ( EARL) নামক এক প্রকল্পের উদ্ভোধন করা হয়। প্রকল্পটি উদ্ভোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। হতদরিদ্র ও অতিদরিদ্রের মাঝে জীবন যাত্রার মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, মান সম্মত শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি, ও পয়ঃ নিস্কাশন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা, মানবাধিকার সুশাসন এবং মানবিক সহায়তা বিষয়ক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ভাষন দেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,
রাজারহাট প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক সরকার অরুণ যদু,
এমজেএসকেএস – এর উপ – পরিচালক মিঃ শ্যামল সরকার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান. আঃ কুদ্দুস প্রমূখ ।