সরকার অরুণ যদু,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ রাজারহাট ৫৮বছর বয়সে এসএসসি পাস করে সারা ফেলছেন মাে শাহাআলম পাঠায়ারী। তিনি উপজলা সদরের কিসামত পূণঃকর গ্রামের মৃত-জমির উদ্দিনের পুত্র। এবার তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়র অধীন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কর কৃৃতকার্য হয়েেছেন।
জানা যায়,শাহাআলম পাঠায়ারী ১৯৮৫সাল মাদরাসা থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া সমাপ্ত করেন। ইছা থাকলেও সময় অভাব অনটনের কারণে তার পড়ালখা সম্ভব হয়নি। পর ২০১১ইং সন তিনি ইউপি সদস্য নিবার্চিত হন। এরপর দ্বিতীয় পযার্য়ে ২০১৬ইং সন নিবার্চিত হয় ২০২১ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য থাকাকালিন সময় তিনি বিভিন কাজ কর্ম পড়া-লেখার গুরুত্ব অনুভব করেন। সে সময় তিনি পূণঃরায় লেখাপড়া করার সিদ্ধান্ত গ্রহন করেন। এরপর ২০২১ সন নতুন উদ্যামে লেখাপড়া শুরু করে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়র অধীন কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থক ২০২৩ইং সনের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করন। এরআগে গত ৭আগষ্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তার ফলাফল জিপিএ-২.৪১।
সোমবার শাহাআলম পাঠায়ারী রাজারহাট প্রসক্লাবে উপস্তিত হয় তার এসএসসি পাসের খবর জানিয়ে বলেন,আমার ইচছা ছিল যেভাবে হোক আমি পড়ালেখা শিখবো। আমি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়র অধীন কুড়িগ্রাম আদর্শ মজিদা মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করছি। ইচ্ছে আছে আল্লাহ ভালা রাখলে একদিন ডিগ্রী পাস করবো।
বাংলাদশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামের প্রশাসনিক কর্মকতার্ আব্দুল জলিল পাঠায়ারী বলেন,শিক্ষার কোন বয়স নই। শাহাআলম পাঠায়ারী এটা প্রমাণ করছেন। পড়ালখার প্রতি তার আগ্রহ দেখে অনেকেই অনুপ্রাণীত হবে বলে আমি মনে করি।