ডেস্ক রিপোর্ট
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক ধানের কুড়া মিশিয়ে ভেজাল গো খাদ্য উৎপাদনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমান প্রদান ।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এর সহায়তায় অদ্য ২৫ জুন ২০২৩খ্রি. তারিখ দুপুর অনুমান ১৪.০০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন পুলেরঘাট বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ধানের কুড়া মিশিয়ে গো খাদ্য উৎপাদন এবং পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করার দায়ে মেসার্স সিয়াম ট্রেডার্স এর মালিক আসাদুজ্জামান ভূইয়া(৫০) কে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত প্রতিষ্ঠানের মালিক দীর্ঘদিন যাবৎ ভেজাল গো খাদ্য উৎপাদন করে আসছিল বলে স্বীকার করে। বিভিন্ন ভেজাল পণ্য বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।