ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে ডিবি কর্তৃক ভৈরব থানা এলাকায় থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৩-০৬-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২২.০৫ ঘটিকায় ১২ (বারো) কেজি গাঁজাসহ ভৈরব থানার কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় চান মিয়া (৫৫)কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। ধৃত চান মিয়া(৫৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মৃত মালু মিয়ার ছেলে।
১৩-০৬-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২২.১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজতে থাকা ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ২২.৫০ ঘটিকায় জব্দ করেন । গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত চান মিয়া (৫৫)এর এহেন কর্ম এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।