রমজান আলী জুয়েল,
বেলাবো, (নরসিংদী)প্রতিনিধি ঃ-
মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা। (১৪ জানুয়ারি) বুধবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে হাতে উপহারসামগ্রী তুলে দেন তারেক রহমান।
এ সময় তারেক রহমান বলেন, তুমি শুধু তোমার পরিবারেরই গর্ব নও, তুমি সারা বাংলাদেশের গর্ব। শুভেচ্ছা ও উপহার প্রদানের সময় তার বাবা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শান্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ লাখ ২০ হাজার ৪৪০ পরীক্ষার্থীর মধ্যে ঘোষিত ফলাফলে ১ম স্থান অর্জন করে দেশসেরা নির্বাচিত হন। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে। পিতা মো. মিজানুর রহমান একজন মুদি ব্যবসায়ী, মাতা ফেরদোসী বেগম পেশায় গৃহকর্মী।
শান্ত তার নিজ উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং এইচএসসি তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পান। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। সে ডাক্তার হয়ে ভবিষ্যতে
ক্যান্সার বিশেষজ্ঞ হতে চান ।।