সোহেল রানা
সেনাবাহিনীর উদ্যোগে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা শীতবস্ত্র বিতরন করেন।
ঘাটাইল অঞ্চলের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলতাফ নিসা আইডিয়াল আলিম মাদ্রাসার এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে নিকলী আর্মি ক্যাম্পের সদস্যবৃন্দ ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে সমাজসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।