রিতু আক্তার
কিশোরগঞ্জ জেলার ভৈরবের পিডিবির নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহীর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি ভৈরব বিদ্যুৎ অফিসে যোগদান করার পর ভৈরব সিলেট মহাসড়কের ফোর লেনের ডিপোজিট ওয়ার্ক এর মালামাল বুঝে নিয়েছেন এবং পুরো মালটাই কাজ না করে আত্মসাৎ করেছেন, যার ফলে সরকারের প্রায় ৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।
অভিযোগে জানাযায়, তিনি অবৈধভাবে নদী পার করে অন্য জেলায় অনুমোদন বিহীন অবৈধ লাইন নির্মাণ করেছেন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন ।যার ফলে সরকারের প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও, তিনি গ্রাহকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং অবৈধভাবে পিডিবির নিজস্ব ট্রান্সফরমার ও কেবল সরবরাহ করেছেন।
এছাড়াও, তার বিরুদ্ধে আরো অনেক দুর্নীতি অভিযোগ রয়েছে। তিনি ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করার পর থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত রয়েছেন।তার এইসব অবৈধ কাজকর্মের জন্য তিনি টাঙ্গাইল কর্মস্থলে থাকা অবস্থা ২ বছর সাসপেন্ড ছিলেন । এই বিষয়ে ভৈরব উপজেলা পিডিবি নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহি কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন যে এখনো ভৈরব সিলেট মহাসড়কের ডিপোজিট ওয়াকের এর কাজ শুরু হয় নাই। তবে ৯ কোটি টাকার ডিপোজিট ওয়াক মালামাল নাই কেন সৎ উত্তর পাওয়া যায় নাই এবং নীরবতা পালন করে ফোন কেটে দেন।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( মো: সাইফুর রহমান শাহরিয়ার) আইডিসহ অনেক আইডিতে তার অপকর্মের ঘটনায় অফিসে স্থানীয়দের হট্টগোলের ও তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচীর বিষয় গুলো ভাইরাল হয়েছে।