মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উসমান গনির সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: শাহীন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আজাহার মাহমুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, মুন্সি আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমান, জুলাই যোদ্ধা হারিছুর রহমান মিঠুন, সফল খামারি আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় খামারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা বলেন, অল্প লাভের আশায় কেউ ক্ষতিকর ট্যারয়েড ব্যাবহার করবেন না। এতে প্রাণিসম্পদ ও মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।