রিতু আক্তার
দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল “আউচ সংবাদ”-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো. খাইরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম, সম্পাদক কালের নতুন সংবাদ ও সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান লিপন, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফ. এম. আব্বাস উদ্দিন, সম্পাদক ও প্রকাশক, আউচ সংবাদ,সাবেক সিনিয়র সহসভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা কিশোরগঞ্জ
আলোচনা সভাটি সঞ্চালনা করেন আসাউজ্জামান জুয়েল, সম্পাদক, বিটিএন বাংলা, এবং মিজানুর রহমান, বার্তা সম্পাদক, আউচ সংবাদ।
এসময় উপস্থিত ছিলেন আউচ সংবাদ-এর স্টাফ রিপোর্টার সুমন ভট্টাচার্য, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মঞ্জু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুরমা আক্তার, ও কালের নতুন সংবাদ-এর প্রতিনিধি রিতু আক্তার, মনিরুল ইসলাম লায়ন সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালের সেরা রিপোর্টার হিসেবে আউচ সংবাদ-এর স্টাফ রিপোর্টার সুমন ভট্টাচার্যকে ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথিবৃন্দ তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং সংবাদমাধ্যমে তরুণ সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।