1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লিবিয়া থেকে ৩০৯ জনকে বাংলাদেশে প্রেরন সড়কে যাত্রা করলেন জীবনে ঝুঁকি মাথায় নিয়ে, কিন্তু মামলার পরিবর্তে পেলেন নিরাপদ চাদর চট্টগ্রামে ইপসা’র সেক্টর নির্দিষ্ট আগাম সতর্কবার্তা উন্নয়নে কর্মশালা নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎অষ্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন লক্ষীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান

  • প্রকাশ কাল বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। বুধবার (২২ অক্টোবর )সকালে থেকে ময়মনসিংহ র‍্যাব-১৪’র এএসপি লুৎফার নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই অভিযান চালায়।

জানা যায়, অভিযানের সময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকায় সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, যানবাহনের ফিটনেস ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের সচেতন করতেও এই অভিযান পরিচালিত হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব সদস্যরা জানান। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। নিয়মিত অভিযান হলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভালুকায় আজকের এই বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST