নিজস্ব প্রতিবেদক
কবি ফররুখ আহমদ এর প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা “মায়ের ঘর “
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা মাটির মা ফাউন্ডেশনের উদ্যোগে “মায়ের ঘর” শিরোনামে এক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গল্পকার, অনুবাদক ও সম্পাদক পত্যয় হামিদ (নাটোর)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান, নির্বাহী পরিচালক ছায়ানীড় বাংলাদেশ; আরিফুর রহমান, সভাপতি মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; এবং অধ্যক্ষ গাউছ-উর রহমান, কবি, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক (মাদারীপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুজ্জামান, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; কবি বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; এবং সৈয়দ সাইফুল্লাহ, পরিচালক স্বরশ্রোত আবৃত্তি একাডেমি টাঙ্গাইল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ বাচ্চু, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তিকার আরিফ আহমেদ ও কবি শায়রী রত্না।সভাপতিত্ব করেন খন্দকার নিপুন হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, ছোট ছোট শিশু, কিশোর-কিশোরী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদ এর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।