ডেস্ক রিপোর্ট :
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফিলিস্তিনের গাজার নির্যাতিত মানুষের জন্য আর্থিক সাহায্য এবং স্থানীয় কিছু ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করেছে ।
সেই উপলক্ষে পুনাক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। যিনি পুনাকের সহায়তাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করেছেন ।
সমাজকল্যাণ শাখা আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মাস্তুল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবু মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপনা করেন পুনাকের জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।
অনুষ্ঠানে গাজাবাসীর সহায়তায় মাস্তুল ফাউন্ডেশনের হাতে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
একই সঙ্গে ৭ জন অসুস্থ কর্মচারীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান তুলে দেন সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অনুপ্রেরণাদাতা তাহসান খান, যিনি তাঁর হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেন।
সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়ের নেতৃত্বে পুনাক আজ কেবল একটি সংগঠন নয়— এটি এক “মানবতার পরিবার”,
যেখানে প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।
শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে পুনাক দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেবার আলো।💜💜