মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
সারাদেশের ন্যায়া কিশোরগঞ্জের কটিয়াদীতে আজ থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার মো. মাঈদুল ইসলাম।
রোববার সকালে উপজেলার কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনা (ভূমি) লাবনী আক্তার তারানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা.ঈশা খানসহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান, ১২ই অক্টোবর থেকে আগামী ৩০অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রত্যেক টিকাদান কেন্দ্রে এবং স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে)সহ মোট ২৪১ টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১ লক্ষ ৮ হাজার ৯ শত ৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টাইফয়েডে এখনো দেশের শিশুদের মৃত্যু হয় এটা আমাদের লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হতে পারবো ইনশাআল্লাহ।