নিজস্ব প্রতিবেদক :
: কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কৌয়া বহুমুখী যৌথ প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কাজিরগার মিজান নামে ক্যাশিয়ার তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ ।
লিখিত অভিযোগ ও সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করছে ভুক্তভোগীরা।
অভিযোগে জানাযায়, কৌয়া বহুমুখী যৌথ প্রকল্পের জমির মালিকদের কাছ থেকে ৪ টাকা ফুট করে মাটি ক্রয় করে এতে ৬.৩০ একর জমি থেকে ৫ ফুট গভীর করে মোট-১৩,৭০,২৫০ ফুট মাটি নিয়ে যায়। যার বাজার মূল্য -৫৪,৮১,০০০ টাকা। উক্ত মাটির টাকা জমির মালিককে পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে মিজান গং ফলে এ নিয়ে গ্রাম্য শালিশ হয় কয়েকবার। শালিস হলেও টাকা না দিয়ে উল্টো জমির মালিকদের বিভিন্ন হুমকি দামকি দিয়ে চলছে কাজিরগাও এলাকার আ: রহিমের ছেলে- মিজানগং।
এ দিকে কৌয়া বহুমুখী যৌথ প্রকল্পের সদস্যদের দাবি কাজিরগাও এলাকার আ: রহিমের ছেলে- ক্যাশিয়ার মিজানের কাছে এ প্রকল্পের সদস্যদের ৮০ হাজার করে বিশ লাখ আশি হাজার টাকাও রয়েছে। উক্ত ৭৪ লাখ টাকা ও প্রকল্পের যাবতীয় হিসাব -নিকাশের কাগজপএ নিয়ে উদাও হয়েছে মিজানসহ একটি চক্র । ফলে প্রকল্পের সাথে জড়িয়ে থাকা হাজারো পরিবারের লোকজন রমম হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে কৌয়া বহুমুখী যৌথ প্রকল্পের সভাপতি কিতাব আলী বলেন, মিজানসহ একটি চক্র আমাদের প্রকল্প ও জমির মালিকের ৭৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন মিজানের সাথে রয়েছে শাহজাহান, সাকিসহ অনেকে।
অন্যদিকে প্রকল্পের মালিক পক্ষের আখতারুজ্জামান কাজল বলেন,আমাদের প্রকল্পে বর্তমানে প্রায় ১ কোটি টাকার উপরে মাছ চাষে রয়েছে।
মিজান গংরা প্রকল্পের টাকা মাটির টাকা না দিয়ে উল্টো প্রকল্পের কোটি টাকার মাছ নষ্ট করার মিশনে নেমেছেন। সেই সাথে এ প্রকল্পে আমার ৩ কোটি টাকার মুরগির ফার্ম রয়েছে তাতেও আক্রমণ করে নষ্ট করার ষড়যন্ত্র করছে তারা।
আমরা সরকারি আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাদের দৃশ্য আকর্ষন করছি।
প্রকল্পটিকে বাঁচাতে এগিয়ে আসতে অনুরোধ করছি ।