আতাউর রহমান বাচ্চু:
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নাগরিক সমাজের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার উদ্দোগে উপজেলার জামতলা বাজারে বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, বিএনপি নেতা ফোরকান উদ্দীন, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক আতাউর রহমান বাচ্চু, সমাজ সেবক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, সমাজ সেবক এনামুল হক, মারুফ হাসান, শাহজাহান খান, আল আমিন, মোহাম্মদ আলী,হুমায়রন কবীর, খালেকুজ্জামান সহ প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক, শিক্ষক ও এলাকাবাসীর সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।