নিজস্ব প্রতিবেদক:
: কিশোরগঞ্জের হোসেনপুর পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল ১১ টায়
উপজেলা প্রশাসনের আয়োজনে ওই বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন ;” এ প্রতিপাদ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী উদ্দেশ্যে মাদকের কুফল বিষয়ে মতবিনিময় করেন