কিশোরগঞ্জ প্রতিনিধি:
গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল লতিফ সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের অসুস্থ মাকে দেখতে তাঁর নিজ বাড়িতে যান।
এ সময় জেলা কর্মজীবী দলের সহসভাপতি ও হোসেনপুর থানা কর্মজীবী দলের সভাপতি শাহীন আহমেদ, সিনিয়র সহসভাপতি নুরুদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার , মো. তরুণসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন।