1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লিবিয়া থেকে ৩০৯ জনকে বাংলাদেশে প্রেরন সড়কে যাত্রা করলেন জীবনে ঝুঁকি মাথায় নিয়ে, কিন্তু মামলার পরিবর্তে পেলেন নিরাপদ চাদর চট্টগ্রামে ইপসা’র সেক্টর নির্দিষ্ট আগাম সতর্কবার্তা উন্নয়নে কর্মশালা নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎অষ্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন লক্ষীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহীতে জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডব, বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে মামলা হয়েছে। হাসপাতালের স্বত্বাধিকারী শিহাব (৩৪) রাজপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন। মামলার নং ২১।

শিহাব অভিযোগে উল্লেখ করেন, হাসপাতাল পরিচালনার সময়ে ২নং আসামি আবু সাদাত মোঃ সায়েম ওরফে রাজু (৫০) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হাসপাতালের চেয়ারম্যান পদ দখল করেন। যদিও রাজুর নিজের কোনো শেয়ার নেই, শুধুমাত্র তার স্ত্রী মেরিনা খাতুন এর নামে ৫% শেয়ার থাকায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর থেকে তিনি প্রাপ্য লভ্যাংশ ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং রাত ৮টা ১৫ মিনিটে রাজু ও ১১ জন নামীয় এবং আরও ২০/২২ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাসপাতালের এমআরআই ইউনিটে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা শিহাবের নিকট ২০,০০,০০০/- (বিশ লাখ) টাকা চাঁদা দাবি করে এবং ১নং আসামি জাহিদ হাসান শিশিরকে শেয়ার হোল্ডার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

শিহাব আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে চড়, থাপ্পড় ও দেয়ালে ধাক্কা দিয়ে সাধারণ জখম করে। এছাড়াও, উপস্থিত অন্যান্য পরিচালক—নুর হোসেন, মোঃ জাবের আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আঃ বারিক শাহ, মোঃ আব্দুল্লাহ আল হাসান—বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধাক্কা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শিহাব উল্লেখ করেন, এর আগে ১ জুন ২০২৫ ইং রাত ১০টা ও ১১টায় রাজু ও জাহিদ শিশির তাদের দলবল নিয়ে তাকে মারধরের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের উপস্থিতি ও নিরাপত্তার কারণে মারধর সম্ভব হয়নি।

তিনি বলেন, আসামিরা যে কোনো মুহূর্তে তার বা অন্যান্য পরিচালকদের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবার ও হাসপাতালের অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে তিনি রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, “মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগকারীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST