নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ( বাবেশিকফো ) কিশোরগঞ্জ সদর উপজেলার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মোঃ ফরিদ উদ্দিন কে আহ্বায়ক ও সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়ালী উল্লাহ কে সদস্য – সচিব নির্বাচিত করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ বেসরকারি শিক্ষক – কর্মচারী ফোরাম বাবেশিকফো এর নতুন কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সদর উপজেলায় সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
এবং একটি পূর্ণাঙ্গ নতুন শক্তিশালী কমিটি উপহার দিবেন।