মো:জসিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০২৫ তারিখে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাজিতপুরে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) বিকেল ৩টায় বাজিতপুর রেজু মার্কেট থেকে বর্ণাঢ্য এই র্যালির সূচনা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল, ওলামাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি রেজু মার্কেট থেকে শুরু হয়ে বাজিতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল মোড়ে এসে শেষ হয়। র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন,
“গত বছরের এই দিনে ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। আজকের এই দিন শুধু স্মরণীয়ই নয়, অনুপ্রেরণারও — যাতে করে আগামী দিনেও জনগণ যেন যেকোনো স্বৈরশাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে পারে।”
সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন,
“এই বিজয় কোনো দলের নয়, এ দেশের মুক্তিকামী মানুষের বিজয়। দেশের জনগণ দেখিয়ে দিয়েছে, তারা কখনোই ফ্যাসিবাদের কাছে মাথানত করে না। আমরা এই দিনটিকে স্মরণ করে আবারও শপথ নিই— দেশে আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনের মুখে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই বিজয়ের বর্ষপূর্তিতে দেশব্যাপী বিএনপি ও সমমনা অন্যান্য দলগুলোর নানা কর্মসূচি পালিত হচ্ছে।