তাড়াইল প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২আগষ্ট) দুপুরে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ কার্যক্রম শুরু করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াইল উপজেলার সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, মুহাম্মাদ ইসমাইল হোসেন মধু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন আহমেদ রনক, আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য বি: সম্পাদক ডা: মো: এরশাদ আহসান।
সাবেক তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, সাবেক সদস্য সচিব – আখলাকুল ইসলাম অংকুর, শরীফুল মাহমুদ শোয়েব, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন খান ছোটন। তাড়াইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল,সাধারণ সম্পাদক- আ: কাইয়ুম রোমান খান,মো: আবু তাহের।
যুবদল নেতা,সৈকত হোসেন বিপ্লব,ওমর ফারুক, আ: লতিফ, মনসুর প্রমুখ, কৃষকদল নেতা, কামরুল ইসলাম, খসরু, সেচ্চাসেবক দলের আহবায়ক আতিকুল ইসলাম অপু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাকিব প্রমুখ।
