কিশোরগঞ্জ থেকে প্রকাশিত “কালের নতুন সংবাদ ” অনলাইন ভার্সনের ফেইসবুক আইডি থেকে গত ১০/০৭/২০২৫ তারিখে কিশোরগঞ্জ জজকোর্ট গারতখানায় সেবা নিতে লাগে টাকা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
যাহা আমার দৃষ্টিতে পড়েছে। উক্ত ঘটনার সাথে টাকা নেয়ার কোন ঘটনা আমার সাথে ঘটে নাই।
ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে কেউ টাকা গুনছে কিন্তু এ টাকা আমি নেই নি।
বা টাকা কে নিয়েছে তা পরিস্কার নয়। যেহেতু আমি সরকারি ভাবে ও-ই সময় দায়িত্বশীল ছিলাম তাই ভিডিওতে আমার ছবি এসেছে।
এ সংবাদে আমাকে জড়ানোর বিষয়টি নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এমন ঘটনার টাকা লেনদেনের সাথে আমার কোন সম্পর্ক নেই।
ইসরাইল ভুইয়া কং
কিশোরগঞ্জ জজকোর্ট