স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকায় রাজনের দোকান নির্মাণে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে না পারায় দোকান মেরামতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে ঘুরে ও মামলা তথ্যসূত্রে জানা যায় হোসেনপুর পৌর এলাকায় ৩ নং ওয়ার্ড নতুন বাজারে তারা মিয়ার পুত্র রাজন মিয়ার খরিূকৃত সম্পত্তিতে দোকান নির্মাণ করতে গেলে চাঁদা দাবি করেন আব্দুর রহিমের ছেলে দুলাল ও দুলালের পুত্র চঞ্চল রফিকুল শফিকুল গংরা।
রাজনের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে দুলাল গংরা। চাঁদা না দেওয়ায় দোকান নির্মাণের কাজে বাধা প্রদান করো হয়েছে । উক্ত ঘটনায় রাজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ জজ কোর্টে চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে ভুক্তভোগী রাজন মিয়া বলেন দুলাল মিয়া গত ১০/২/১৯৮৩ সনে আমার ভাই ফরিদ উদ্দিন এর নিকট ১ শতাংশ জমি বিক্রয় করে এবং সৈয়দুজ্জামান নামে আরেকজন আমার পিতা তারা মিয়ার নিকট ২৭-৮-১৯৯৪ সনে আধা শতাংশ জমি বিক্রয় করে উক্ত জমিতে আমি দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করে আসিতেছে।
সম্প্রতি সময়ে দোকান পাট পাকা করার কাজে হাত দিলে দুলাল গংরা জোর করে উক্ত জমির কিছু অংশ দখল করে নেয় এবং বাকি অংশ জমিতে দোকান করতে বাধা প্রদান করে।
তাদের দাবি পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে দোকান করতে দেওয়া হবে না। এ ঘটনায় আমি মামলা দায়ের করেছি।
দুলাল গংরা তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত দুলাল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন আমার বোন বাধা প্রদান করেছে।