1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

অষ্টগ্রামে মীর তাপসের নেতৃত্বে মে দিবসের র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশ কাল শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪ বার পড়েছে


অষ্টগ্রাম সংবাদদাতা :

১ মে ২০২৫: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মীর তাপসের নেতৃত্ব ও সভাপতিত্বে আয়োজিত এই র‍্যালীতে বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন।
বিকাল সাড়ে ৫টায় অষ্টগ্রাম বাজারের প্রধান সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়। র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কাচারী মোড়ে এসে শেষ হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শ্রমিকরা তাদের অধিকারের কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমিক সংহতির বার্তা দেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সুলতান মিয়া। এছাড়াও সাংগঠনিক পদপ্রার্থী মোঃ জয় মিয়া এবং শ্রমিক নেতা মোঃ কাউসার আহমেদ, শাহআলম, আশফাক আহমেদ ও নুরুল আমীন প্রমুখ শ্রমিকদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের দাবি জানান। বর্তমানে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের কোন কার্যকরী কমিটি না থাকায় বক্তারা দ্রুত একটি নতুন কমিটি গঠনেরও জোর দাবি জানান, যা শ্রমিকদের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
সভাপতি পদপ্রার্থী মীর তাপস তার সমাপনী বক্তব্যে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন এবং একটি শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সবমিলিয়ে, অষ্টগ্রামে মে দিবস উপলক্ষে এই র‍্যালী ও সমাবেশ শ্রমিকদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST