স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের- নান্দাইল মডেল থানায় গ্রেপ্তার করে আনা আসামিদের সময় কাটানোর জন্য বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ শে এপ্রিল) এই বুক কর্নারটি’র উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
এই বুক কর্নানের ঠিক সামনেই হাজতখানা-ভিতরে অনেক হাজতি রয়েছেন। এই বুক কর্নারে রয়েছে-কোরআন শরীফ, উপন্যাস,কবিতা,আত্মজীবনী,ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই।
প্রশাসনের সামনে এই বই কর্নারের দিকে সু-দৃষ্টিতে তাকিয়ে দেখছেন অনেকেই। ওই সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল বলেন, এই বই আপনাদের জন্য। কেউ চাইলে কোরআন শরিফও পড়তে পারবেন। এ কথা শুনে দুইজন হাজতি দুটি বই নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে বই দিলে ভেতরে নিয়ে পাতা উল্টাতে থাকেন।
নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণই পুলিশের মুখ্য দায়িত্ব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকে সুপথে আনতে নানাভাবে উদ্বুদ্ধ করতে হয়। হয়তো সাময়িক ভুলের কারণে কেউ অপরাধী হয়েছেন। এই বই পড়ে তার মনোজগতে পরিবর্তন আসতে পারে। নিজেকে সংশোধন করে তিনি সুন্দর মনের মানুষে পরিণত হতে পারেন। তিনি যেন আর অপরাধে না জড়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, থানা-হাজতে অল্প সময়ের জন্য আসামিদের রাখা হয়। এ সময় আসামিরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বই পড়ে কেউ যদি একটু হলেও নিজের পরিবর্তন আনতে পারে তাহলেই উদ্দেশ্য সফল হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সাংবাদিক মোখলেসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।