তাড়াইল,কিশোরগঞ্জ( প্রতিনিধি)
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দৈনিক যুগান্তর পএিকার প্রতিনিধি মুখরামিন খান স্বাধীনের ওপর হামলা করে তাকে রক্তান্ত জখম করেছে।
জানাগেছে, তাড়াইল উপজেলার সদর ইউনিয়ন সাররং গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মুকরামিন খান স্বাধীন এ সময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল। নিয়ে গেছে মোবাইল ও ক্যামেরা ও নগদ টাকা।
রবিবার সকাল ৯ টার দিকে তাড়াইল উপজেলার সাররং গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এলাকাবাসী বলেন, সাররং গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে রহিছ মিয়া (৫০) মজনু মিয়া ,তারিন (২৫) আক্তার তাসমিন আক্তার, রনি, মিয়া সাগর, মিয়া রাহাত মিয়া। জেসমিন আক্তার (৩৫) গংরা সরকারি রাস্তার দখল করা সহ, অন্যের জমি দখল করার বাধা দেওয়া ও প্রতিবাদের ঘটনা এ হামলা হয়েছে ।
এসবের সুএধরে
রবিবার সকাল ৮ টায় রহিছ মিয়া গংরা পৃর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে
সাংবাদিক স্বাধীন ছোট সন্তানকে নিয়ে মটর সাইকেলের সামনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া সময় গাড়ীতে এসে সন্তান সহ তাকে কোপানো হয়।
এ সময় হামলাকারীরা সাথে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। অতর্কিত হামলার ও দেশীয় অস্ত্র চাপাতির কোপে মাথার একাংশ আলাদা হয়ে যায়। বাম হাতে আঙ্গুল বিচ্ছিন্ন সহ গুরুতর যখম করা হয় সাংবাদিক স্বাধীন ।
ভাঙচুর করা হয় তার মোটরসাইকেল। ছিনিয়ে নেয় সঙ্গে থাকা টাকা ও ক্যামেরা ।
সাংবাদিক গুরুতর অবস্থায় থাকায় মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির আহমেদ জানান অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।