1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়েছে


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২, আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংগ্রহণের ‘বর্ষবণর আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় কটিয়াদী সরকারী কলেজ ক্যাম্পাসের সামনে জাতীয় সংগীত ও পহেলা বৈশাখের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির শুভ সূচনা। কটিয়াদী সরকারী কলেজে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের পধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বাদ্যের তালে তালে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা, গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ পালকীতে নববধূ, বর-কনে, গরুর গাড়ি, লাঙ্গল-জোয়াল, মই, ঝুড়ি, পতুলসহ বিভিন্ন ধরনের রঙিন প্লেকার্ডে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।
বিকেলে কটিয়াদী সরকারী কলেজ শুরু হয় বৈশাখী কনসার্ট। কনসার্টে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী, জুনিয়র জেমস সোহাগ, ক্ষুদে গানরাজ কণ্ঠশিল্পী লীজাসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
বর্ষবণর আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের
আমির অধ্যক্ষ মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোহাম্মদ ঈসা খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, কটিয়াদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, হাজী মোহাম্দ আলী, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল্লাহ জায়দুল, মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আজিজ প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, পৌর যুবদলের সদস্য সচিব ও কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা জাসাসের আহবায়ক আঃ রউফ খোকন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা ছাত্র দলের আহবায়ক তসরিফুল হাসিব, ছাত্র আন্দোলনের নেতা ফারদিন মোঃ রাব্বিসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কটিয়াদী সরকারি কলেজ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনসহ উপজেলার বিভিন্ন সরকারি বেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST