নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখ শুধু মাত্র একটি উৎসব নয়, বরং পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির আত্মার উচ্ছ্বাস। এই দিন প্রত্যেকটি বাঙালির মনে অন্যরকম আনন্দ দেখা যায়।
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৫) উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে বরণ করতে ছিল নানা আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল বৈশাখী শোভাযাত্রা, আলোচনা পর্ব, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ (উন্মুক্ত মঞ্চ), নাগরদোলা (অগ্রণী ব্যাংকের সম্মুখে খোলা জায়গা), বলি খেলা (মুক্ত মঞ্চ), বউচি খেলা (চাকসু প্রাঙ্গন) ও কাবাডি খেলার (বুদ্ধিজীবী চত্বর) আয়োজন করবে বলে জানা যায়।
এছাড়া দিনব্যাপি বৈশাখী ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় চবি স্মরণ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে চবি জারুলতলা মূল মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপি অনুষ্ঠানমালায় সকলে আনন্দের সাথে উৎযাপন করে দিনটি।
সকাল থেকেই শুরু হয় ছাত্র ছাত্রী সহ মানুষের আনাগোনা। হরেক রকম রঙিন আলোতে ক্যাম্পাসের অনন্য সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় আশেপাশের সকল স্তরের মানুষ। প্রতিটি কানায় কানায় পূর্ণ হয় মানুষের সমাগম। এ যেন পাহাড়ি ঢল নেমে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।