মোঃ সোহেল রানা :
গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রী’র তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) আসর নামাজের পর নানশ্রী বাজার জামে মসজিদের সংলগ্ন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে নানশ্রী মোড় চত্বরে গিয়ে সমাবেশ করে। মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন লিখে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে নানান দাবি জানানো হয়েছে৷
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যা ঘটছে, তা শুধু তাদের ধ্বংস নয়, এটা বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র। মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এত সাহস দেখাতে পারত না।
তারা বলেন, ‘বিশ্বের কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু হয়েছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী। অথচ মুসলিম বিশ্বের মোড়লদের কার্যকর কোনো ভূমিকা নেই। তারা মুখ খুলছে না, অবস্থান নিচ্ছে না।’ গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সভাপতির বক্তব্যে মাওলানা ওয়ালীউল্লাহ সাহেব আরও বলেন, আজ গাজা যেন অবরুদ্ধ খাঁচা, যেখানে শিশু ও নারীদের ওপর বর্বরতা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার।’
‘ফিলিস্তিনে যুগ যুগ ধরে নৃশংস হত্যাকাণ্ড চলছে। নারী-পুরুষ কেউ রেহাই পাচ্ছে না। এটা সরাসরি মানবতাবিরোধী অপরাধ। দেশের সাধারণ মানুষ দল-মত-নির্বিশেষে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু বুদ্ধিজীবীদের থেকে তেমন কোনো অবস্থান দেখা যাচ্ছে না। জাতিসংঘও নিষ্ক্রিয়—একটি ঠুঁটো জগন্নাথ হয়ে গেছে বলে বক্তারা উল্লেখ করেছেন৷
সমাবেশে নানশ্রী নূরুসসুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ সাহেব এর সভাপতিত্বে পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন এর সভাপতি এস এম কাউছার রহমান এর পরিচালনায়
এসময় বক্তব্য রাখেন, জেলা জজ কোর্ট এর জিপি
এডভোকেট জালাল মো গাউস, বিলবরুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাছুম বিল্লাহ খান
নানশ্রী নূরুসসুন্নাহ মাদরাসার শিক্ষক হাফেজ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ, বাজার মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন, পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন এর পরিচালক আবুজর,সাধারণ সম্পাদক মুকাররিম হুসাইন সজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সুমন মিছবাহ, কাউসার,নোমান, রুহুল আমিন, শীশ আহমেদ প্রমুখ
সংহতি জানায়ি মিছিলে উপস্থিত হয়েছেন
ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির
জয়কা ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি ডা.মানিক
জামায়াতে ইসলামী জয়কা ইউনিয়ন এর সহ-সভাপতি মাওলানা আলিমুদ্দিন বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিত্বকারী