গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ হাজার নয়শত ৫০ (প্রায় ১৪ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক বসবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই সফল অভিযান হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সুত্রে জানা গেছে, একটি গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রবিবার বিকালে রঘুরামপুর টানপাড়া এলাকায় ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে মাদক বিরোধী চেকপোষ্টে ঢাকাগামী বিআরটিসি বাস হতে মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশাকে গেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিতে ব্যবহৃত ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি গ্রামে। তার পিতার নাম মৃত আঃ রশিদ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।