মোহাম্মদ রফিকুল ইসলাম,
তাড়াইল ইমাম উলামা পরিষদের উদ্যোগে আজ দুপুরে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে তাড়াইল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা ফয়জুদ্দীন সাহেব।
বিক্ষোভ মিছিলটি তাড়াইল সাচাইল কাসেমুল উলূম মাদরাসার মাঠ থেকে শুরু করে উপজেলা হয়ে বাজারের বিভিন্ন রোড অতিক্রম করে মাদ্রাসায় গিয়ে সমাপ্তি হয়।
মাওলানা লুৎফুর রহমান সাহেবের সঞ্চালনায় বক্তৃতা করেন— ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল হাইসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন— মাওলানা আবু সায়েম, মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, মাওলানা বুরহানুদ্দীন, মুহতামিম মাওলানা বোরহানুদ্দীন, বড় মসজিদের খতিব মাওলানা এমদাদুল্লাহ, সাংবাদিক মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মোজাম্মেল হক, মুফতী এনায়েতুল্লাহ ও জনসাধারণ।
ফয়জুদ্দীন সাহেব বলেন— ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুন। তারা গাজায় লক্ষ্যের অধিক মুসলমান হত্যা করেছে। এখনো তারা হত্যা করে যাচ্ছে। জাতিসংঘ এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে। যা কোনো মতে সঠিক নয়। তিনি সমস্ত মুসলিম লিডারদেরকে ঐক্যবদ্ধ হতে আহবান করেন। তাদেরকে মুসলিম নিধনের বিরুদ্ধে ঝাঁপিড়ে পড়তে বলেন। তিনি দোকানদারদেরকে ইহুদি পণ্য বর্জন করতে বলেন।তিনি দুআ ও মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করেন।